মোঃ বেল্লাল হোসেন নাঈম চাটখিল-সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ | ১৭ অক্টোবর ২০২০ | ৪:০১ অপরাহ্ণ
“বৃহত্তর নোয়াখালীতে বঙ্গবন্ধু” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭অক্টোবর বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোড়ক উন্মোচনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর নোয়াখালী সংরক্ষিত মহিলা আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকী।
প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন সাবেক সংসদ সদস্য ও বৃহত্তর নোয়াখালী জেলার মুজিব বাহিনীর প্রধান মাহমুদুর রহমান বেলায়েত। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন মাওলানা নুরুল আমিন, গীতা থেকে পাঠ করেন সম্ভু চন্দ্র পাল। বঙ্গবন্ধুর ওপর সঙ্গীত পরিবেশন করেন সোনাইমুড়ী উপজেলার ঘোষকামতা গণপাঠাগারের সদস্য তৃষা আশ্চার্য্য।
বইটির রচয়িতা লেখক ফখরুল ইসলাম এর রচনায় ও সোনাইমুড়ী অন্ধকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাসদনেতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়ার প্রকাশনায় প্রকাশিত বইটি প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। সভা সঞ্চালনা করেন ফারজানা কাউসার তিথি।
এ সময় অনুষ্ঠানে আলোচনা রাখেন নোয়াখালী জেলা বার এসোসিয়েশনের সাবেক সেক্রেটারী এডভোকেট আজিজুল হক বকশী, ভুলুয়া কলেজের অধ্যক্ষ আবু জাফর হারুন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক, এসো গড়ি উন্নয়ন সংস্থার পরিচালক ভিপি আবদুল আওয়াল, জেলা আওয়ামী লীগের নেতা জিএস আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা ও সেনবাগ লেখক ফোরাম সভাপতি মোহাম্মদ আবু তাহের প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন বৃহত্তর সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি ও লেখক সাংবাদিক ফারুক আল ফয়সাল, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলা, নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ সোহাগ প্রমূখ।