এইচ.এম.জাকির, শিক্ষকঃ নোয়াগাঁও মাদ্রাসা | ৩০ জুন ২০১৮ | ২:৪৭ অপরাহ্ণ
পাপী যারা পাপ করেছ রাত্রি নিশি দিন,
আজ তুলে দাও হাতটি তোমার পাপী মুসলিমিন।
পাপী যদি তওবা করে খোশ হয়ে যান খোদা,
আপন কোলে ল’ন যে তুলে করেন না তো জুদা।
দুষ্টু ছেলে ফিরলে ঘরে মানলে মায়ের কথা,
মা হয়ে যান অনেক খুশি জুড়ায় মনের ব্যথা।
মায়ের চেয়ে অনেক বেশি রবের মায়ার টান,
পাপী বান্দা আসলে ফিরে ডাকে দয়ার বান।
পাপীর যদি চক্ষু থেকে একটু ঝরে পানি,
আল্লাহ্ তাকে মাফ করে দেন আপন কোলে টানি।
ও পাপী তুই হাত তুলে দে খোদার দুয়ার খোলা,
একটু খানি কাঁদরে প্রিয় কাঁদরে আত্মভোলা।
আজ রাতে পাপ সব হবে মাফ মন খুলে তুই কাঁদ,
আজকে খোদার উপচে মায়া পড়বি না তুই বাদ।