নেয়ামত উল্যাহ তারিফ: | ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ৬:৩৮ অপরাহ্ণ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলাধিন ৮নং মোহাম্মদপুর ইউনিয়নে অবস্থীত ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ উক্ত ইউনিয়নের ডেসটিনি কলেজ মাঠে ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থীত ছিলেন ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরী, ডেসটিনি কলেজের অধ্যক্ষ কেশব চন্দ্র দেবনাথ, ইউপি সদস্য মিজানুর রহমান জিয়া, সামছুল আলম বাহার, প্রাথমিক বিদ্যালয় সমূহের শিক্ষকবৃন্দ এবং উক্ত ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এ সময় মহি উদ্দিন চৌধুরী তার বক্তব্যে বলেন শিক্ষার্থীদের মেধা বিকাশে কুইজ প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তিনি বক্তব্যে ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
ক্ষুদে শিক্ষার্থীদের ক্রীড়া সাংস্কৃতিক বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের জন্য মহি উদ্দিন চৌধুরী শিক্ষকদের নিকট নগদ ৪০,০০০ টাকা প্রদান করেন। আবার তিনি শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থা করেন।
উল্লেখ্য ডেসটিনি কলেজের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার ভালো ফলাফলে ইউপি চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরী সন্তোষ প্রকাশ করেন এবং ডেসটিনি কলেজের সকল শিক্ষার্থীদের মিষ্টি মুখ করান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |