• শিরোনাম


    ৫ই মে ৭১ এর পর আরেকটি গণহত্যার ইতিহাস : নাবিল আব্দুল্লাহ

    | ০৫ মে ২০১৯ | ১১:৩৪ পূর্বাহ্ণ

    ৫ই মে ৭১ এর পর আরেকটি গণহত্যার ইতিহাস : নাবিল আব্দুল্লাহ

    ৫’ই মে ২০১৩।
    মতিঝিলের শাপলা চত্বর।
    একটি কালো রাত। একটি রক্তাক্ত ইতিহাস। ইতিহাসের একটি কালো অধ্যায়। ৭১ এর পর আরেকটি গণহত্যার ইতিহাস এই ৫’ই মে।

    শহীদদের পবিত্র রক্তের বদলে যে ইতিহাসের রচনা। কোটি কোটি নওজোয়ানের ঈমানী জযবায় যে ইতিহাসের সূচনা। হাজারো লাখো মানুষের চোখের রক্তাক্ত পানি ঝরিয়ে যে ইতিহাসের সৃষ্টি। কোটি কোটি মানুষের ‘আল্লাহু আকবারের’ ধ্বনিতে যে ইতিহাসের বৃষ্টি।



    সে ইতিহাস কখনো ভুলবার নয়। হৃদয়ের পাতা থেকে কখনো মুছবার নয়। শহীদদের রক্তের সেই দাবানল কখনো উবে যাবার নয়। সেই ঈমানী জযবাও কভু নিভে যাওয়ার নয়।

    সে ঈমানী চেতনা আবারো জাগবে। রক্তের দাবানল আবারো জ্বলবে। মিছিলে মিছিলে আল্লাহু আকবারের ধ্বনি আবারো উঠবে। রক্তে আগুন জ্বলা সেই নওজোয়ানদের পদচারনায় রাজপথ আবারো কাঁপবে। প্রয়োজন শুধু—একটু সাহসের৷ একটু ধৈর্যের। একটু বীরত্বের। এবং একটু সময়ের। সেই সাথে একটু লিল্লাহিয়্যাতের। বিজয় আসবেই আসবে। ইনশাআল্লাহ!

    ৫’ই মের সকল শহীদ এবং মর্দে মুজাহিদদের মাগফেরাত কামনায়৷

    নাবিল আব্দুল্লাহ
    ৫.৫.২০১৯

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০  
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম