• শিরোনাম


    ৩০ ডিসেম্বর পর্যন্ত বৈধ অস্ত্র বহন নিষিদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

    | ১৩ ডিসেম্বর ২০১৮ | ৫:৪৬ পূর্বাহ্ণ

    ৩০ ডিসেম্বর পর্যন্ত বৈধ অস্ত্র বহন নিষিদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

    একাদশ জাতীয় নির্বাচন ঘিরে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত বৈধ লাইসেন্সধারী অস্ত্র মালিকরা নিজেদের সঙ্গে তাদের অস্ত্র বহন করতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এসময়ে তারা অস্ত্র প্রদর্শনও করতে পারবেন না বলে জানান তিনি। বুধবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক জরুরি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন; তাদের মধ্যে যাদের বৈধ লাইসেন্সের অস্ত্র রয়েছে, তারা নিরাপত্তার প্রয়োজনে নিজেদের কাছে অস্ত্র রাখতে পরবেন, কিন্তু প্রদর্শন করতে পারবেন না।’
    আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশে অবৈধ অস্ত্র উদ্ধার এবং বৈধ অস্ত্রের ব্যবহার সংক্রান্ত নির্দেশনা সংবলিত প্রজ্ঞাপন আগামী দু-এক দিনের মধ্যই জারি করা হবে।’

    স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষ এবং প্রশিক্ষিত। যে কোনও নাশকতা মোকাবেলা এবং তা দমনে যোগ্য। কেউ যদি সন্ত্রাস সৃষ্টি করে ফায়দা লোটার চেষ্টা করে, তা কঠোর হাতে দমন করা হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ ।



    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১  
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম