মোঃ বেল্লাল হোসেন নাঈম, চাটখিল-সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ | ০৫ ডিসেম্বর ২০২০ | ১১:২৯ অপরাহ্ণ
নোয়াখালীর চাটখিল উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তারিখ ২৬ ডিসেম্বর২০২০ নির্ধারন করা হয়েছে।
আজ শনিবার ৫ই ডিসেম্বর সন্ধ্যায় চাটখিল উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সদস্যদের ব্যাপক অংশ গ্রহনে মাধ্যমে বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন পত্র বিক্রির তারিখ ১৩ ও ১৪ ডিসেম্বর, জমাদান ১৫ ডিসেম্বর, যাচাই বাছাই ১৭ ডিসেম্বর এবং ১৮ ডিসেম্বর প্রত্যাহার শেষে ২৬ ডিসেম্বর শনিবার সদস্যদের প্রত্যক্ষ ভোটেের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
চাটখিলের সাংবাদিক নেতা মিজানুর রহমান বাবরের সভাপতিত্বে কামরুল কাননের সঞ্চালনায় এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলের চাটখিলের সিনিয়র সাংবাদিক অধ্যাপক আবু তৈয়ব-দৈনিক যুগান্তর।
এতে সাংবাদিক ইয়াছিন চৌধুরী-দৈনিক অর্থনীতি,আলা উদ্দিন-সম্পাদক আলোকিত নোয়াখালী, সাইফুল ইসলাম রিয়াদ-সম্পাদক নোয়াখালীর বার্তা, জহিরুল ইসলাম রানা-দৈনিক অন্য দিগন্ত, মোঃ বেল্লাল হোসেন নাঈম-দৈনিক স্বাধীন সংবাদ, সিরাজুল হাসান- দৈনিক প্রভাতীর খবর, ফরিদ খান-দৈনিক বাংলার সমাচার, শাকিব-দৈনিক মাতৃভূমির খবর, মোতাহার, চাটখিলের একমাত্র নারী সাংবাদিক মিফতাহুল সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।