| ২২ অক্টোবর ২০১৮ | ৫:৪৩ অপরাহ্ণ
আগামীকাল মঙ্গলবার (২৩ অক্টোবর) সারাদেশে সকাল ৬ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল আহ্বান করছে বাংলাদেশ লেবার পার্টি।
সোমবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করতে না দেয়ার প্রতিবাদে এই হরতালের ডাক দিয়েছে দলটি।
লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান আজ দলের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন।
ইরান জানান, দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের জন্য প্রথমে জাতীয় প্রেসক্লাব অনুমতি চাওয়া হয়। সেখানে করতে না দেয়ায় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুমতি চাওয়া হয়। সেখানেও করতে দেয়া হয়নি।
জানাগেছে, দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |