সুনিয়া জাহান, ষ্টাফ রিপোর্টারঃ আওয়ার কণ্ঠ ২৪.কম | ১৫ আগস্ট ২০১৮ | ৭:১৫ পূর্বাহ্ণ
জন্ম তোমার ধন্য হউক,
অন্তর হউক পূর্ণ,
ফুল হয়ে ফুঠবে তুমি,
দেশ ও জাতির জন্য।
ব্রাহ্মণবাড়িয়া জেলার গৌরব উজ্জলময় বিধৌত তিতাশ নদীর তীরে নবীনগর উপজেলার ছায়াময়, মায়াময় নীলাভূমির ৫ নং নাটঘর ইউনিয়নের অন্তর্গত খড়িয়ালা গ্রামের এক মুসলিম পরিবারে ১৯৯২ সালের ১৫ই আগষ্ট আওয়ার কণ্ঠ ২৪. কম এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক এইচ এম নুরে আলম (জাহাঙ্গীর) জন্মগ্রহণ করেন।
তার পিতার নাম আবু সাঈদ, মাতা রোকসানা বেগম।
গ্রামের প্রাইমারী স্কুল ও সোবহী মক্তব থেকেই লেখা পড়ার সূচনা হয়, ৫ম শ্রেনী পর্যন্ত পড়ার পর মহল্লার মসজিদের ইমাম মাওঃ ওবাইদুল্লাহ সাহেবের পরামর্শে ধর্মীয় জ্ঞান চর্চার প্রতি আগ্রহী হয়, বিদ্যাকুট মাদ্রাসা থেকে কোর-আন হিফজের সূচনা হয়, পরে দেশের খ্যাতনামা হিফজ শিক্ষক আন্তর্জাতিক হাফেজ গড়ার কারিগর হাফেজ কারী নেছার আহমদ আন নাছেরী সাহেবের কাছে ১০ থেকে ২১ পাড়া পর্যন্ত ছবক পড়েন, বিটঘর সিরাজুল উলুম থেকে হিফজ শেষ করেন, এ বছরই দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তর বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার হিফজ বিভাগে হিফজ জগতের অন্যতম নক্ষত্র আল্লামা হাফেজ যুবাইর আহমদ নুহ কাসেমী ( রঃ) এর কাছে কোর-আনের দাওর শুনিয়ে ২০০৮ সালে বেফাকের কেন্দ্রীয় পরিক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন এ প্লাস পেয়ে উক্তির্ণ হয়।
কিতাব বিভাগের প্রতিটি পরিক্ষায় সাফল্যের বহিঃপ্রকাশ গঠে, নাহভেমীরের (সপ্তম শ্রেনী) বেফাকে ১ম বিভাগ, হেদায়েতুন্নাহুর (অষ্টম শ্রেণী) এদারায়ে তালিমিয়ায় (ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক বোর্ড)এ প্লাস সহ বোর্ড সেরা দশে দশম স্থান এবং শরহে জামী (দশম শ্রেনী) তে এ প্লাস সহ বোর্ড সেরা দশে নবম স্থান পেয়ে উক্তির্ণ হয়।
দাখিল ও আলিমেও প্রথম বিভাগে উক্তির্ণ হয়, তালশহর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় অধ্যায়ন কালে জিবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমান,
২০১২ সালে ত্রৈমাসিক আল-হিকমাহ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে পত্রিকা জগতে কাজ শুরু করেন, বর্তমানে অনলাইন পত্রিকা নতুন কণ্ঠের রিপোর্টার ও আওয়ার কণ্ঠের প্রধান সম্পাদকের দায়িত্বে আছেন,
ছাত্রজীবন থেকেই লেখালেখির প্রতি প্রচুর আগ্রহ ছিল, তার ধারাবাহিকতায় প্রবাসে প্রচুর ব্যস্ততার মধ্যেও লেখালেখি চালিয়ে যাচ্ছেন,
আজ আওয়ার কণ্ঠের প্রধান সম্পাদকের জন্মদিন।
আজ এবং অনাগত দিন গুলো উনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ এবং সমৃদ্ধি। লক্ষ্যে পৌঁছাক উনার সাফল্যের সবটুকু চাওয়া পাওয়া, শতাধিক বার আসুক এই জন্মদিন।
আওয়ার কণ্ঠ পরিবারের পক্ষ থেকে উনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা।
সুনিয়া জাহান, ষ্টাফ রিপোর্টার- আওয়ার কণ্ঠ ২৪.কম
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |