| ২৬ নভেম্বর ২০১৮ | ৪:০০ অপরাহ্ণ
দুর্নীতিবাজরা আগের চেয়ে বেশি সক্রিয় মন্তব্য করে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, দুর্নীতি ভালো কাজ নয়, তারপরও মানুষ এটি করছে। এজন্য আরো বেশি সচেতনতা বাড়ানো উচিত।
দুদক বড় বড় দুর্নীতিবাজদের ধরতে পারেনি। দুর্নীতিবাজরা আগের চেয়ে বেশি সক্রিয়। তবে সমাজের বড় একটি অংশ দুর্নীতিবাজ হলে একা দুদকের পক্ষে সেটা দমন করাও সম্ভব নয়। মঙ্গলবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় একথা বলেন তিনি।