• শিরোনাম


    হোমিও সোসাইটি ও বিজ্ঞান গবেষণার মানসিক ব্যাধি চিকিৎসায় হোমিওপ্যাথি বিষয়ক সেমিনার

    ডাঃএম এ মাজেদ চট্টগ্রাম থেকেঃ | ০১ ডিসেম্বর ২০১৮ | ২:২৯ অপরাহ্ণ

    হোমিও সোসাইটি ও বিজ্ঞান গবেষণার মানসিক ব্যাধি চিকিৎসায় হোমিওপ্যাথি বিষয়ক সেমিনার

    চট্টগ্রাম হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটি ও হোমিও বিজ্ঞান গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের যৌত উদ্যোগে গত শুক্রবার বিকাল ৪টা পুরাতন গীর্জাস্থ সংগঠনের কার্যালয়ে মানসিক ব্যাধি চিকিৎসায় হোমিওপ্যাথি বিষয়ক সেমিনার ডা.কমল কান্তি নাথের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়।এতে উদ্বোধক চিলেন হোমিও বিজ্ঞান গবেষনা ও প্রশিক্ষন কেন্দ্রের চেয়ারম্যান ডা,অধ্যাপক রতন বডুয়া,এতে প্রধান অতিথি ছিলেন,হোমিও বোর্ড চট্টগ্রাম বিভাগের বোর্ড সদস্য ডা.একে এম ফজলুল হক সিদ্দীকি,প্রধান আলোচক চিলেন মহানগর সভাপতি ডা. সুধীর চক্রবর্ত্তী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ডা. রতন চক্রবর্ত্তী, বিশেষ অতিথি কেন্দ্রীয় সাধারন সম্পাদক ডা.অনুপম চৌধুরী ,ডা.অধ্যক্ষ পরিমল সাহা , হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টাওনিউজ গার্ডেনের সহ-সম্পাদক ডাঃমুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ,ডা.ইমরান বিন আয়ুব , প্রবন্ধ পাঠ করেন ডা.আশিকুর রহমান,
    ডবলমুরি থানার সভাপতি ডাঃজি কে দাশ এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন , হোমিও বিজ্ঞান গবেষনার কো-চেয়ারম্যান ডা.সত্যজিত চৌধুরী,ডা.আব্দুল মান্নান, ডা. দুলাল দত্ত,ডা.মিজানুর রহমান ডা. স্বরস্বতী দত্ত,ডা.বাবুল চৌধুরী, ডা. মো. শহীদুল ইসলাম, ডা. তপন ভৌমিক, ডা. সুলতানা ভূঁইয়া, ডা. সুকুমার সেন, ডা. বিজয় ধর, ডা. বিজয় কৃষ্ণ নাথ, , প্রমুখ।

    Facebook Comments Box



    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১  
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম