রিপোর্ট: এম এ মাজেদ | ২৭ এপ্রিল ২০১৯ | ১:০৬ অপরাহ্ণ
চট্টগ্রাম হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যান সোসাইটি কেন্দ্রীয় কমিটি ও হোমিওবিজ্ঞান গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ উদ্যোগে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানী ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৪তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে চিকিৎসক সম্মেলন ও “স্বাস্থ্য সেবায় হোমিওপ্যাথির ভূমিকা;শীর্ষক এক আলোচনা সভা গত ২৬ এপ্রিল শুক্রবার চট্টগ্রাম পুরাতন গীর্জা,সংগঠনের প্রধান কার্যালয়ে, সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ডা.রতন চক্রবর্ত্তী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে উদ্বোধক ছিলেন, ডা.সধীর চক্রবর্ত্তী, সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড চট্টগ্রাম বিভাগীয় হোমিওপ্যাথিক বোর্ড সদস্য ডা.এ.কে এম ফজলুল হক সিদ্দিকী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ ডা.লক্ষন চন্দ্র দাশ,সেমিনারে প্রবন্ধ পাঠ করেন,চট্টগ্রাম হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যান সোসাইটির কেন্দ্রীয় প্রবন্ধকার ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ
বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম হো ব্যবসায়ী কল্যান সোসাইটির সভাপতি ডা.তপন ভৌমিক,বাহোপ মহানগর সাধারণ সম্পাদক ডা.জসীম উদ্দীন,ডা.প্রভাষক ডা.সত্যজিত চৌধুরী,সমাজ কর্মী এস এম এরশাদুল করিম, আরে উপস্থিত ছিলেন, প্রবীন চিকিৎসক ডা.দিলিপ মিএ,অধ্যক্ষ ডা.পরিমল সাহা,ডা.দুলাল কান্তি,ডা.কমল কান্তি,ডা.স্বপন কুমার ভৌমিক, ডা.বাবুল দও,ডা.জিকে দাশ, ডা.তামান্না সোলতানা মানবাধিকার নেতা সাংবাদিক সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ,অতিথিবৃন্দ হোমিওপ্যাথি চিকিৎসকদের হ্যানিম্যান প্রদত্ত হোমিও মূলনীতিকে অনুসরণ করে সেবার মানসিকতায় অসহায় অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ডা.শ্যামল চক্রবর্তী,ও ডা.লাভলু চক্রবর্ত্তী যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও থানা নেতৃবৃন্দ।