সংগৃহীত | ১৫ আগস্ট ২০১৮ | ৫:৪২ পূর্বাহ্ণ
হে বঙ্গবন্ধু,
তোমার কফিন বহন করিনি
লাশকে দিইনি সম্মান,
তোমার লাশকে ধৌত করেছি
দিয়ে সস্তা সাবান।
কফিনে তোমার ছিটানো হয়নি
সুবাসিত কোনো লোবান,
দিইনি কোনো গার্ড অব অনার
করেছি সেদিন অপমান।
তুমি ছিলে জাতির কাছে
বৃহৎ পাহাড় সমান,
আমরা যে বেঈমান জাতি
তারই করেছি প্রমান।
যারা আজকে বলছি বেশি
বন্ধ ছিল জবান,
অনেকেই সেদিন মন্ত্রী হয়ে
গেয়েছি শত্রুর গান।
কেউই আমরা রাস্তায় নামিনি
বাঁচিয়েছি আপন প্রাণ,
এখনো মোরা পাইনি লজ্জা
স্মৃতিগুলো আজ ম্লান।।
বিশ্বের প্রতিটি দেশের রাজনৈতিক ব্যাক্তিত্ব সে দেশের সম্পদ,কিন্তু আফসোস রাজনৈতিক প্রতিহিংসার কারনে আমরা যে সমস্ত নেতাদের হারিয়েছি তা অপূরনীয়।
#আজ বঙ্গবন্ধুর প্রয়াণ দিবস,জাতীয় শোক দিবস।বঙ্গবন্ধুর স্মরণে আজকের এই গভির শ্রদ্ধাঞ্জলি।।