| ০৯ জানুয়ারি ২০১৯ | ১২:০৬ পূর্বাহ্ণ
মোটরসাইকেলে করে প্রথম দিন সচিবালয়ে নিজ দপ্তরে কাজে যোগ দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া জুনাইদ আহমেদ পলক। তিনি দ্বিতীয়বারের মত এই দায়িত্ব পান।
শপথ নেওয়ার পর মঙ্গলবার নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের জন্য সচিবালয়ে নিজ দপ্তরে যান পলক। নিজের ফেরিফাইড ফেসবুক পেজে দু’টি ছবি পোস্ট করে পলক লিখেন, ‘বাইকে চড়ে প্রথম দিন অফিসে’।
তবে প্রতিমন্ত্রীকে বহনকারী মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট থাকলেও তার হেলমেট ছিল না। ফেসবুকে দু’টি এমন ছবি পোস্ট করায় নীচে অনেকেই এর সমালোচনা করছেন।
ইউসুফ হাসনাত নামের একজন লিখেছেন, মহোদয়, হেলমেট টা পরলে দায়িত্বশীলতার পরিচয় হতো।
দ্বিতীয় মেয়াদে প্রথম কার্যদিবসে যোগ দিয়ে এক ফেসবুক পোস্টে পলক লেখেন, ‘গ্রামে শহরের মত নাগরিক সেবা পৌঁছে দেওয়া, দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি পূরণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ দৃঢ় প্রতিজ্ঞ’