স্টাফ রিপোর্টারঃ সাজিদুল ইসলাম সাজিদ | ১৪ জানুয়ারি ২০২৩ | ৫:৪৩ অপরাহ্ণ
গত ১৩ই জানুয়ারি ২০২৩ইং তারিখে “হৃদয়ে গাইবান্ধা” অনলাইন স্বেচ্ছাসেবী গ্রুপ ও সংগঠনের উদ্যোগে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া, আগপাড়া, জিরাই, মাস্টারপাড়া, শাখাহাতি, বামনহাজরা, কলেজপাড়া, শিংজানী, উলিপুর, শানাপাড়া, ঘোষপাড়া, শ্রীপতিপুর, সোনারপাড়া-সহ প্রায় ২৫টি গ্রামের অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত বিতরণ কার্যক্রমটি মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মশিউর রহমান,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজিদুল ইসলাম সাজিদ, যুগ্ম- ধর্ম বিষয়ক সম্পাদক – শফিকুল ইসলাম শফি,যুগ্ন-সাধারন সম্পাদক বাদশা আলমগীর, হায়দার বাবু, মশিউর রহমান, সেলিম, আর কে রেজাউল, এ এস আই নাজমুল হোসেন, শামীম, ওয়াদুদ সরদার,জাফর ইকবাল, রায়হান সহ স্থানীয় আরো অনেকে।
সংগঠনটির সাধারন সম্পাদক মশিউর রহমান বলেন- আমাদের সংগঠনের সকল সদস্য সর্বময় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চায়। যে যেখানেই থাকি না কেন আমরা জন্মভূমির মাটিকে ভালোবাসি এবং সেই ভালোবাসার টানেই বার বার আপনাদের কাছে ছুটে আসি।
যুগ্ন সাধারন সম্পাদক বাদশা আলমগীর- আমরা মানুষের ভালোবাসা নিয়েই এতোদূর এসেছি। ইনশাআল্লাহ্ আগামী দিনগুলোতে অসহায় মানুষের পাশে থেকে এভাবেই সেবার হাত বিলিয়ে দিতে চাই।
এছাড়া তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজিদুল ইসলাম সাজিদ তার বক্তব্যে বলেন- “হৃদয়ে গাইবান্ধা” মানবতার এক জীবনতরী। মানবতা যেখানেই ভূলুণ্ঠিত হয়েছে,সেখানেই মানুষের পরম বন্ধু হয়ে ছুটে গেছে হৃদয়ে গাইবান্ধা নামে সংগঠনটি ।
বিতরন অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন যুগ্ন দপ্তর বিষয়ক সম্পাদক এ এইচ এম শামীম । তিনি বলেন- অসহায় মানুষদের জন্য হৃদয়ে গাইবান্ধার ভালোবাসা সবসময়ই ছিল, আছে, থাকবে। এবং মানুষের প্রতি এই ভালোবাসা নিয়ে হৃদয়ে গাইবান্ধা পৌঁছে যাবে সমাজের সকল স্তরে এটাই প্রত্যাশা করি।
উল্লেখ্য যে “হৃদয়ে গাইবান্ধা” স্বেচ্ছাসেবী সংগঠনটি “সৃষ্টি,মানবতা ও মানুষের পাশে” এই স্লোগানকে বুকে ধারণ করে ২০১৩ সালের ১৩ই মার্চ প্রতিষ্ঠিত হয়। এবং ২০১৪ সাল থেকে তাদের প্রতিষ্ঠানিক ভাবে কার্যক্রম সূচনা করে। ইতিমধ্যে হৃদয়ে গাইবান্ধা নামক স্বেচ্ছাসেবী সংগঠনটি ২২টি ইভেন্ট সম্পন্ন করেছে। গাইবান্ধার জেলার প্রায় ৭টি থানায় তাদের সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে । অন্ন, বস্ত্র, বাসস্থান ও শিক্ষাসহ মানুষের মৌলিক চাহিদা পূরনের পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সংগঠনটি ইতোমধ্যে ভূয়সী প্রশংসায় অভিভূত হয়েছে ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |