| ১৪ ফেব্রুয়ারি ২০১৯ | ৫:৪৯ পূর্বাহ্ণ
হুফফাজুল কুরআন ফাউন্ডেন বাংলাদেশ এর আয়োজনে ঢাকা সিটি দক্ষিন পূর্ব জোন (খ) ইউনিট এর উদ্যোগে গত মঙ্গলবার ১২ই ফেব্রুয়ারি বিভিন্ন গ্রুপে কোর-আন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা শহরের বিভিন্ন মাদ্রাসা থেকে প্রায় পাঁচ শতাধিক প্রতিযোগি অংশ নেয়।
উক্ত কোর-আন প্রতিযোগিতায় ফাতহুল কুরআন হিফজ মাদ্রাসার কয়েকজন ছাত্র অংশগ্রহণ করে একাধিক গ্রুপে প্রথম স্থান সহ অসংখ্য পুরুষ্কার লাভ করেন।
৩০ পাড়া গ্রুপে প্রথম ও তৃতীয় স্থান,
১০ পাড়া গ্রুপে প্রথম ও দ্বিতীয় স্থান,
৫ পাড়া গ্রুপে প্রথম ও দ্বিতীয় স্থান সহ অসংখ্য পুরুষ্কার লাভ করেন।
উল্লেখ্য
যার হাত ধরে আন্তর্জাতিক বিশ্বে একাধিক পুরুষ্কার লাভ করে দেশের খ্যাতি সারা বিশ্বব্যাপী প্রচারিত হয়েছে। বিশ্ব সেরা হাফেজ গড়ার সফল কারিগর, মার্কাজুত তাহফিজের আন্তর্জাতিক বিভাগের সাবেক প্রধান শিক্ষক হাফেজ কারী রহমতুল্লাহ সাহেব ফাতহুল কোর-আন হিফজ মাদ্রাসা নামে ডেমরার সারুলিয়া বাজারে গত কয়েক মাস পূর্বে যে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছিলেন তা আজ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে।
ইংশা আল্লাহ অচিরেই মাদ্রাসাটি দেশবাসীর মন কুঠিরে স্থান করে নিবে।
হাফেজ কারী রহমতুল্লাহ সাহেব নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসার জন্য দেশবাসির কাছে দোয়া চেয়েছেন আল্লাহ তায়ালা যেন এই মাদ্রাসাটিকে কোর-আনের মার্কাজ হিসেবে কবুল করেন।
যোগাযোগ ০১৬৭৫৩৪৫৮৬১ ০১৯৬৬৮৮৪৫৯৮