| ০৫ অক্টোবর ২০১৮ | ৬:৫৩ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন বড়াইল ইউনিয়নের গোসাইপুরে গতকাল (৪/১০/১৮) বৃহস্পতিবার কথিত হিন্দু সাধক মতিলাল বাবু’র মৃত্যু হয়। মৃত্যুর পরে তার জায়গা হওয়ার কথা শ্মশানে কিন্তু অত্র এলাকার কিছু অসাধু মাজারপূজারির ছত্রছায়ায় গোসাইপুর মেরাতলীর মধ্যস্থলে বটগাছের নিচে তাকে মাজার ব্যবসার উদ্দেশ্যে দাফন করা হয়।
নবিনগর প্রশাসনের হস্তক্ষেপে তাকে কবর থেকে উঠিয়ে শ্মশানে নেয়ার ব্যবস্থা করা হয়।
কিন্তু এলাকার মাজারপূজারীরা আবারো তাকে নির্দিষ্ট জায়গা বটগাছের নিচে দাফন করে।
এমতাবস্থায় এলাকার আলেম-উলামা, ইমাম-মুসল্লী ও তৌহিদী জনতা তা মেনে নিতে পারছেনা।
বিক্ষুব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসী জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কথিত এই হিন্দু সাধকের লাশকে মুসলমানদের কবরে কবরস্থ অথবা মাজার করার ধৃষ্টতা বন্ধ করুন। এই ধরনের কর্মকাণ্ড কিছুতেই মেনে নেবেনা এলাকাবাসী, মেনে নেবেনা নবীনগরবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসী।
তাই অনতিবিলম্বে তাকে কবর থেকে উঠিয়ে শ্মশানে পাঠানোর ব্যবস্থা করুন।