অলিউল্লাহ খান, সিলেট থেকে | ২৪ অক্টোবর ২০১৮ | ৭:৫০ অপরাহ্ণ
ফাইল ছবি
বিএনপির ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান বলেছেন, শেখ হাসিনার পতন কেউ ঠেকাতে পারবে না। উনার অধীনে কোনও নির্বাচন মানি না। আগামীতে গনতান্ত্রিক সরকার গঠন হবে।
বুধবার, অক্টোবর ২৪, সিলেটের রেজিস্টারী মাঠে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ সভা শুরু হয়। পরে গীতাপাঠ করা হয়।
তিনি বলেন, শেখ হাসিনাকে দ্রুত বিদায় দিতে হবে। আজকের সমাবেশ ঘিরে পুলিশ ব্যাপক ধরপাকড় করেছে। শেখ হাসিনা ধরপাকড় এর নির্দেশনা দিয়েছেন। মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই।