• শিরোনাম


    হাদীস পড়ি জীবন গড়ি ( হাদীসে নববী)

    | ২২ অক্টোবর ২০১৮ | ৪:১৮ পূর্বাহ্ণ

    হাদীস পড়ি জীবন গড়ি ( হাদীসে নববী)

    রাসূল সা. ইরশাদ করেন, যে ব্যক্তি মিথ্যাকে বর্জন করে, তার জন্য বেহেশতে একটি গৃহ নির্মাণ করা হয়। যে ব্যক্তি উপযুক্ত কারণ থাকা সত্তেও বিরোধ করে না, তার জন্য বেহেশতের মধ্যবর্তী উত্তম স্থানে একটি গৃহ নির্মাণ করা হয়। আর যে ব্যক্তি তার ব্যবহারকে সুন্দর করে; তার জন্য বেহেশতে সর্বোচ্চ উত্তম স্থানে একটি গৃহ নির্মাণ করা হয়।

    [সহীহ বুখারী]



    আলী রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেছেন, কোনো বান্দা যখন বলে, “রাব্বিগ-ফিরলী, (প্রভু আমাকে ক্ষমা করুন)”; করুণাময় আল্লাহ্ তখন বলেন, “আমার বান্দাকে মাফ করা হলো; কারণ, আমার বান্দা এটা উপলব্ধি করেছে যে, আমি ছাড়া আর কেউ পাপসমূহ মাফ করতে পারে না।

    [মুসনাদে আহমাদ]

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম