মোঃ এনায়েত হোসেন, হাতিয়া প্রতিনিধি | ০৫ মে ২০২০ | ১০:৪৭ অপরাহ্ণ
আজ মঙ্গলবার হাতিয়া উপজেলার নলচিরা ঘাটে মোবাইল কোট পরিচালনা করেন,নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম।
নোয়াখালী জেলার দ্বীপ হাতিয়া উপজেলায় লকডাউন ঘোষণার পরেও বা,সরকারি আদেশ অমান্য করে চেয়ারম্যান ঘাট থেকে খুব ভোরে নদী পথে নলচিরা ঘাটের উদ্দেশ্যে অবৈধ ৮জন যাত্রী নিয়ে একটি ট্রলার প্রবেশের সময় নৌপুলিশের হাতে আটক হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম বলেন,নদী পথে ট্রলার যোগে অবৈধ ভাবে আসা ৮ জন যাত্রীকে প্রাতিষ্ঠানিক ভাবে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
এবং অবৈধ ভাবে চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী নিয়ে আসার জন্য ট্রলার মালিককে মোবাইল কোর্টের মাধ্যমে ২০হাজার টাকা জরিমানা করেন,নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম।