• শিরোনাম


    হাটহাজারীতে মুসুল্লি সেজে মসজিদে বন্দুকধারীর আশ্রয়, বন্দুকসহ আটক করেছে পুলিশ।

    নিজস্ব প্রতিবেদক হাটহাজারী। | ২৩ এপ্রিল ২০১৯ | ৫:০৪ পূর্বাহ্ণ

    হাটহাজারীতে মুসুল্লি সেজে মসজিদে বন্দুকধারীর আশ্রয়, বন্দুকসহ আটক করেছে পুলিশ।

    পুলিশের ধাওয়া খেয়ে মুসুল্লি সেজে মসজিদে আশ্রয় গ্রহণ করে হাটহাজারীর শিপু (৪৫) নামের এক বন্দুকধারী। পরে পুলিশ তাকে সেখান থেকেই গ্রেফতার করে।

    রবিবার (২১ এপ্রিল) রাত ১২ টার সময় গোপন সংবাদের মাধ্যমে বন্দুকধারীর আত্মগোপনের বিষয়টি জানতে পেরে হাটহাজারী পৌরসভার কামালপাড়া এলাকা থেকে তাকে আটক করে বলে পুলিশ সূত্রে জানা যায়।



    হাটহাজারী পুলিশ জানায়, আমরা গোপন সংবাদের ভিত্তিতে শিপুকে হাটহাজারী উপজেলা গেইটে গ্রেফতার করার চেষ্টা করি। এসময় সে দৌড়ে পালিয়ে মুসল্লি সেজে একটি মসজিদে প্রবেশ করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। পরে সেখান থেকে আমরা তাকে আটক করতে সক্ষম হই। তার কাছে ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন সহ ৭ রাউন্ড গুলি পাওয়া গেছে।

    পুলিশ আরো জানায়, সে হাটহাজারী পৌরসভার পূর্ব আলমপুর আলী হোসেন মাতব্বরের বাড়ির মৃত ইউনুচ মিয়ার পুত্র সাহাবুদ্দিন মাহমুদ। তবে সে এলাকায় শিপু নামে পরিচিত। হাটহাজারীতে তার ফয়জিয়া মেডিসিন হাউজ নামের একটি দোকান রয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম