• শিরোনাম


    হাটহাজারীতে আল্লামা শফীর সভাপতিত্বে উলামা সম্মেলনে সাদপন্থীদের হামলার বিচারসহ ৫ সিদ্ধান্ত

    | ১০ ডিসেম্বর ২০১৮ | ৭:২২ অপরাহ্ণ

    হাটহাজারীতে আল্লামা শফীর সভাপতিত্বে উলামা সম্মেলনে সাদপন্থীদের হামলার বিচারসহ ৫ সিদ্ধান্ত

    তাবলিগ জামাতের সঙ্কট ও টঙ্গী ইজতেমার মাঠে সাদপন্থীদের হামলার বিচারসহ করণীয় নির্ধারণে হাটহাজারীতে অনুষ্ঠিত প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে উলামা সম্মেলনে টঙ্গীতে হামলাকারীদের এক সপ্তাহের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন আলেমরা ।

    আজ সকাল ১১টায় হাটহাজারী মাদরাসার সেমিনার হলে এ বৈঠক শুরু হয়ে দুপুর সাড়ে ৩টায় তা শেষ হয় ।



    হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে সম্মেলনে সারাদেশের শীর্ষ আলেমসহ তাবলিগি মুরব্বিগণ উপস্থিত ছিলেন ।

    বৈঠকে তাবলিগের এ চলমান সংকট নিরসনে ৫টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছেন আলেমরা ।

    ১. টঙ্গীর ইজতেমার মাঠে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করতে হবে ।

    ২. ইন্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম, নাসিম, আবদুল্লাহ গংসহ টঙ্গী হামলার ইন্ধনদাতাদের কাকরাইল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে ।

    ৩. তাবলিগে উলামায়ে কেরামের নেতৃত্ব গ্রহণ করা, মাওলানা সাদের বিভ্রান্তিসমূহ ও এ বিষয়ে একটি ফতোয়া তৈরি করে সারা দেশে প্রচার করতে হবে । এসব বাস্তবায়নের লক্ষ্যে ৬-১০ সদস্যের একটি কমিটি গঠন করা ।

    ৪. তাবলিগের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১৫-১৮ সদস্যের একটি কমিটি গঠন করা । তাতে দেশের শীর্ষ আলেম ও তাবলিগি মুরব্বিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা ।

    ৫. যথাসময়ে ইজতেমার করা । তবে সরকারের সঙ্গে আলোচনা করে পূর্ব নির্ধারিত তারিখের কাছাকাছি সময়ে অন্য কোনো তারিখও নির্ধারণ করা যেতে পারে ।

    বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মজলিসে আমেলা (নির্বাহী কমিটি), মজলিসে খাস, সম্মিলিত কওমি শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়ার শীর্ষ নেতৃবৃন্দ ।

    এছাড়াও সারাদেশ থেকে প্রতিনিধিত্বশীল আলেমগণ সম্মেলনে শরিক হয়েছেন । তারা সবাই চলমান পরিস্থিতি নিয়ে কারগুজারি পেশ করেন বৈঠকে ।

    উল্লেখ্য, গত ১ ডিসেম্বর ইজতেমার মাঠে কাজ করা তাবলিগের সাথী ও মাদরাসা শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালায় সাদপন্থীরা । এতে ১ জন নিহতসহ আহত হয় সহস্রাধিক । বহু সাথী ও মাদরাসা শিক্ষার্থী হাত পা ভেঙে চিকিৎসাধীন আছেন ।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    নিয়ত অনুসারে নিয়তি ও পরিনতি

    ২১ সেপ্টেম্বর ২০১৯

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম