| ২৮ নভেম্বর ২০১৮ | ৬:০১ অপরাহ্ণ
আজ বিকাল ৪টায় হাটহাজারী গণমানুষের নেতা ইসলামী ঐক্যজোট মনোনীত পার্থী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দীন রুহী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাওলানা রুহী বলেন আমি ইসলামী ঐক্যকজোটের পার্থী হলেও মূলত আমি হাটহাজারীর সর্বস্তরের জনগণের পরামর্শ ও দোয়া নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি,হাটহাজারীকে দূর্নীতি সন্ত্রাস নৈরাজ্য প্রতিরোধের পাশাপাশি কোরআন ও হাদিসের পক্ষে আল্লাহ ও তার রাসূলের ইজ্জত রক্ষায় নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি, এবং হাটহাজারীর সর্বস্তরের জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি, আল্লাহ যদি আমার মাধ্যমে দেশ ও ইসলামের পক্ষের কাজ করার তৌফিক দেয় ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত,আল্লাহ আমাকে দেশবাসীর খেদমত করার তৌফিক দান করুক।
এতে উপস্থিত ছিলেন আল আমিন সংস্থার সেক্রেটারি মাওলানা ইসমাঈল, মাওলানা হাজী মুজাম্মেল, মাওলানা মাহবুব মাওলানা আলমগির জোনাইদ জওহর ওসমান কাসেমী,এরশাদুলাহ সিকদার প্রমূখ।