রিপোর্ট: এস. এম. অলিউল্লাহ খান, নবীনগর উপজেলা প্রতিনিধি | ১১ মে ২০১৯ | ১:২৭ পূর্বাহ্ণ
নবীনগরের বড় হুজুর উস্তাজুল আছাতিজা শায়খুল হাদিস আল্লামা হযরত মাওলানা আবদুস সোবাহান(রাঃ) এর জানাজা নামাজ অনুষ্ঠিত।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সুপরিচিত বিদ্যাপীঠ বিদ্যাকুট জামিয়া ইসলামিয়া নাজিরিয়া মাদ্রাসার সুদির্ঘ ৫০ বছরের সফল মহাপরিচালক, কুড়িঘর গ্রামের কৃতী সান্তান, নবীনগরের বড় হুজুর নামে খ্যাত পরিচিত একজন বুজুর্গ -দ্বীনি আলেম, ফখরে বাঙ্গাল আল্লামা হযরত মাওলানা তাজুল ইসলাম(রাঃ) এর হাতে গড়া ছাত্র,শায়খুল হাদিস আল্লামা হয়রত মাওলানা আবদুস সোবাহান(রাঃ) ১০ই মে রাত ১২:৩০ মিনিটে ওনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন ইন্নানিল্লাহে ওয়াইন্না ইলাহে রাজিউন।
মরহুমের জানাজা নামাজ গতকাল বাদ জুম্মা বিকাল ৩:০০ ঘটিকায় কুড়িঘর বাজার হাইস্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামজে হাজার হাজার আলেমে দ্বীন ও আম জনতা অপুস্থিত হন
জানাজা নামাজ পড়ান তার বড় ছেলে মাওঃ আব্দুল মতিন সোবহানি সাহেব
মহান আল্লাহ যেন হুজুরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে জান্নাতবাসী করেন,,,,,,আমীন