মুফতি মুহাম্মদ এনামুল হাসান, প্রতিনিধি | ১৭ মার্চ ২০২০ | ১:৫৫ অপরাহ্ণ
কওমী মাদরাসাসমূহের সম্মিলিত শিক্ষাবোর্ড হাইআতুল উলয়ার পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। তবে মাদরাসায় শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। ছাত্ররা নিজ নিজ কক্ষে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে। আজ সকালে হাইআতুল উলয়ার কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দের বৈঠকে এ সকল সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে বলা হয়, করোনা ভাইরাস এটা আল্লাহর পরীক্ষা। মুমিনদের জন্যে রহমত, আর কাফেরদের জন্যে আযাব।
সুতরাং আমাদেরকে আল্লাহর দিকে তাওবা ইস্তিগফার ও নেক কাজের মাধ্যমে রুজু করতে হবে।
হাইআর পরীক্ষা সম্পর্কে জানানো হয়, মাদরাসায় শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। সবক বন্ধ থাকবে। তবে ছাত্ররা নিজ নিজ কক্ষে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে। সেই প্রস্তুতি কেউ চাইলে বাসায়ও গ্রহণ করতে পারে। তবে পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে।
এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার থেকে রক্ষা পেতে দেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।