এস,এন, লিপা, বিশেষ প্রতিনিধি ঢাকা। | ১০ এপ্রিল ২০২০ | ১২:১১ পূর্বাহ্ণ
বিশ্বজোড়ে করোনাতে চলছে লক ডাউন। দিনে দিনে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা,বাড়ছে মৃত্যু সংখ্যা ও। বাংলাদেশেও চলছে করোনার তান্ডবলীলা খেলা।আমাদের দেশে এখন করোনা চতুর্থ ধাপে বিরাজ করছে। তাই এপ্রিল মাসটি আমাদের জন্য অতি বিপদাপন্ন সময়। দিনে দিনে বেড়েছে করোনা রোগীর সংখ্যা। তাইতো অনেক জেলা, উপজেলাতে চলছে লক ডাউনের ঘোষণা। মিরপুরের পূরবী লক ডাউন করা হয়েছে, গাজীপুরে ও করা হয়েছে লক ডাউন, আরো অনেক জেলাতে ও লক ডাউন করা হয়েছে। বিশেষ সূএে জানা যায় যে বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাতে বিকাল পাঁচ ঘটিকায়, হরিপুর উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরূরী সভার সিদ্ধান্তক্রমে আগামী এগারো ই এপ্রিল শনিবার রাত বারোটা এক মিনিট হতে করোনা ভাইরাস নিয়ন্ত্রনের জন্য হরিপুর উপজেলাকে লক ডাউনের ঘোষণা করা হয়েছে, হরিপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল করিমের আদেশক্রমে।
বিশেষ সূএে আরো জানা যায় , লক ডাউন চলবে শুক্র বার দিবাগত রাত বারোটা হতে চব্বিশে এপ্রিল রাত একটা ঊনষাট মিনিট পর্যন্ত।
উপজেলার প্রধান সড়কে, পাকা সড়কসমূহে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। সরকারী গাড়ী,হাসপাতাল,পুলিশ,ইলেকট্রিসিটি,ফায়ার সার্ভিস, বিজিবি, সেনাবাহিনী সহ সকল এানবাহী গাড়ী, জরূরী সেবার গাড়ী এর আওতার বাহিরে থাকবে।
খাদ্য দ্রব্যসহ কৃষিপণ্য এবং নিত্য পণ্যের গাড়ী আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনীর চেকিং সাপেক্ষে চলাচল করতে পারবে।
স্হানীয় সরকারের সকল জনপ্রতিনিধি,সাংবাদিক এবং নিয়োগ প্রাপ্ত স্বেচ্ছাসেবকগণ অনুমতি পএসহ যানবাহনে ভ্রমণ করতে পারবেন।
রোগী বহনকারী যে কোন যানবাহন লকডাউনের আওতার বাহিরে থাকবে।কেবল ঔষধের দোকান চব্বিশ ঘন্টা খোলা থাকবে।
খাদ্য দ্রব্যসহ কৃষিপণ্য এবং নিত্য পণ্যের দোকান সামাজিক দূরত্ব চিহ্ন থাকলে বিকাল চারটা পর্যন্ত খোলা রাখা যাবে।
বিশেষ সূএে আরো জানা যায় যে চৌদ্দ দিন পর্যন্ত লক ডাউন সফল করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ পূর্বক উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় চলমান লকডাউন এর মেয়াদ বৃদ্ধি করা হতে পারে বলে জানা গিয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |