কবি: ম. কাজী এনাম | ১৮ মার্চ ২০১৯ | ৮:৪২ অপরাহ্ণ
আমরা আজ হতভাগা মুসলিম
বিশ্বের কোনায় কোনায়,
আমরা আজ অনিরাপদ
নিজেদের সিজদার জায়গায়!
আমরা আজ হতভাগা মুসলিম
নরপিশাচ আর অসভ্যদের থাবায়,
আমরা আজ অনিরাপদ
নিজেদের বাড়ির আঙ্গিনায়।
আমরা আজ হতভাগা মুসলিম
বাঁচি দিবানিশি শঙ্কায়,
আমরা আজ অনিরাপদ
বোমারুদের বারুদের গন্ধায়।
আমরা আজ হতভাগা মুসলিম
থাকি রক্ত ভেজায়,
আমরা আজ অনিরাপদ
বুলেটের ঢঙ্কায়।
আমরা আজ হতভাগা মুসলিম
পাপিষ্ঠদের পদতলায়,
আমরা আজ অনিরাপদ
বিশ্ববিজয়ী জনসভায়।
আমরা আজ হতভাগা মুসলিম
কাফির-মুশরিকের পা চাটায়,
আমরা আজ অনিরাপদ
একতার অসীম ভাটায়।
আমরা আজ হতভাগা মুসলিম
অন্তঃকলহ আর লিপ্সায়,
আমরা আজ অনিরাপদ
নিজেদের স্বকীয়তা হারায়।
আমরা আজ হতভাগা মুসলিম
যেখানে-যেদিকেই যায়,
আমরা আজ অনিরাপদ
অমানুষের জিম্মায়।
আমরা আজ হতভাগা মুসলিম
যা ছিলনা কবু আমাদের গা’য়,
তবুও আমরা আজ অনিরাপদ
সাহস-ঐতিহ্যের অপূর্ণতায়।
আমরা আজ হতভাগা মুসলিম
যদি একবার ঘুরে দাড়ায়,
অনিরাপদের ভাঙবে প্রাচীর
ইংশাল্লাহ-আল্লাহ সহায়।
#সকাল, ১৮.০৩.১৯ঈ:
কাজীপাড়া, ব্রাহ্মণবাড়িয়া।