গাজী আশরাফ আজহার, রিপোর্টারঃ আওয়ার কণ্ঠ ২৪.কম | ০৯ সেপ্টেম্বর ২০১৮ | ৪:৪৩ অপরাহ্ণ
দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। কী হবে না হবে এ নিয়ে নানা শঙ্কায় আছে দেশের মানুষ। এসময় কাকরাইলে উত্তেজনা কেন? গত বিশ্ব ইজতেমা উপলক্ষে এখতেলাফের পর থেকে দীর্ঘদিন ভালোই তো চলছিলো তাবলীগের কাজ। কাকরাইল মারকাজ থেকে শুরু করে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মারকাযে সমঝোতার ভিত্তিতে কাজের একটি পরিবেশও তৈরী হয়ে গিয়েছিল। আলেম-ওলামা সাধারণ সাথীরা অনেকটা মিলে মিলেমিশে ভাগাভাগি করে কাজের দায়িত্ব বুঝে নিয়েছেন।
আমার মনে হয় হঠাৎ উত্তেজনার পিছনে তৃতীয় কোন শক্তি কাজ করছে। ইসলাম বিরোধী শক্তি দুরভিসন্ধি চিন্তা নিয়ে মাঠে নেমেছে।
তাই আমার অনুরোধ থাকবে উভয় গ্রুপের সকল সাথীদের প্রতি, নিজ নিজ ঘরে ফিরে যান। প্রত্যেকে আগের মত করে তাবলীগের কাজ করতে থাকেন। এই মুহুর্তে যদি কোন বাড়াবাড়ি হয়ে যায় কারো দ্বারা তাহলে বাংলাদেশে তাবলীগের কাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে ইসলাম ও মুসলমানের নানা কর্মসূচি।