| ২৩ মার্চ ২০১৯ | ৫:০৩ পূর্বাহ্ণ
ঢাকা মেডিকেল কলেজ থেকে সড়ক দুর্ঘটনায় নিহত এক গৃহবধূর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে মাগুরায় সড়ক দুর্ঘটনায় পড়েছে একটি অ্যাম্বুলেন্স। এ সময় অ্যাম্বুলেন্সের চালক আবুল হোসেন নিহত ও একই পরিবারের ৪ জন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার সকাল ৯ টার দিকে ঢাকা থেকে খুলনার ডুমুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সটি মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল এলাকায় দুর্ঘটনায় পড়ে।
নিহত আবুল হোসেন খুলনার সৈকত অ্যাম্বুলেন্স সার্ভিসের বেতনভুক্ত চালক। তার বাড়ি গোপালগঞ্জ জেলার টেকেরহাটে।
স্থানীয়রা জানায়, একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দেয়ে। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা ৫ জন আহত হয়। পরে তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার হলে আবুল হোসেন মারা যান। অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |