| ০৪ এপ্রিল ২০১৯ | ৫:৫০ অপরাহ্ণ
একজন আমিনী ছিলেন
একাই একটি ইতিহাস,
কুরআন বিরুধী নারীনীতি
মানেনি তিনি করেন বিনাশ।
একজন আমিনী ছিলেন
একাই একটি দিকপাল,
জালেম শাহির মসনদ কাঁপিয়ে
ডাক দিলেন এক ‘হরতাল’।
একজন আমিনী ছিলেন
ইতিহাসের এক কিংবদন্তী,
বাতেলের সাথে আপোসহীন
এনেছেন দ্বীনের কান্তি।
একজন আমিনী ছিলেন
চৌঠা এপ্রিলের এক সেনানায়ক,
কুরআনের তরে সিক্ত বদনে
হয়েছিলেন ইসলামী আহবায়ক।
একজন আমিনী ছিলেন
আমাদের সাড়াজাগানো কান্ডারী,
আজ সেই সে দিনে
খুজছি এমন রাহবারী!
#অপরাহ্ন, ৪ঠা এপ্রিল ২০১৯ঈ: