অলিউল্লাহ খান, সিলেট থেকে | ২৪ অক্টোবর ২০১৮ | ৭:৪৩ অপরাহ্ণ
নাগরিক ঐক্যের সমন্বয় ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা শহীদুল্লাহ কায়সার বলেছেন, সিলেট সমাবেশের মাধ্যমে স্বৈরাচারী সরকারের বীজ বপন হলো। স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে যাবো না।
বুধবার সিলেটের রেজিস্টারী মাঠে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ সভা শুরু হয়। পরে গীতাপাঠ করা হয়।
তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ভোটের অধিকার চালিয়া যাব। নাগরিক ঐক্য আপনাদের সঙ্গে রয়েছেন। ঐক্যফ্রন্ট সাত দফা দাবি পূরণ করেই নির্বাচনে যাবে।