মোহাম্মদ সেলিম রেজা, বাঞ্ছারামপুর প্রতিনিধি | ২০ অক্টোবর ২০২০ | ৩:২৪ পূর্বাহ্ণ
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামের কৃতিসন্তান রফিকুল ইসলাম আবুল।
স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন তিনি। আগের কমিটিতে সদস্য ছিলেন রফকুল ইসলাম আবুল। ফরদাবাদ ডক্টর রওশন আলম কলেজের আজীবন দাতা সদস্যও তিনি। তাছাড়াও বিভিন্ন সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ও এলাকায় দরিদ্র মানুষের পাশে সবসময় থাকেন তিনি।
সোমবার বিকালে
বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় উপদেষ্টা পদে ১০ জন, সহ-সভাপতি পদে ১৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে তিনজন, সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন, অন্যান্য সম্পাদক পদে ৪৮ জন এবং সদস্য পদে ৫০ জনকে নিয়ে এই কমিটি ঘোষণা করা হলে,এতে অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন, রফিকুল ইসলাম আবুল।
গত বছর সম্মেলনে নির্মল রঞ্জন গুহকে সভাপতি এবং আফজালুর রহমান বাবুকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটি পূর্ণাঙ্গ করতে আওয়ামী লীগের সভাপতির কাছে প্রস্তাবিত কমিটি জমা দিলে তা অনুমোদন পায়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |