| ২৩ এপ্রিল ২০২০ | ৯:৪৫ অপরাহ্ণ
সাংবাদিক ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এম এ.রহিম বলেন বাংলাদেশের খেটেখাওয়া মানুষ গুলো আজ বড় অসহায়, একদিকে মহামারি করোনাভাইরাস, আরেক দিকে সরকারের নির্দেশ হোম কোয়ারেন্টাইন, এদিকে রমজান মাস নেই কাজকর্ম।
বাংলাদেশের সবচেয়ে বড় দুঃখের খবর হলো যে,
বিশ্বে করোনা মহামারীতে যখন আতঙ্ক সারাদেশ ঠিক এই সময়ে মানুষের প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মুল্য চড়াও হয়ে উঠেছে, যেমনঃ- চাল, ডাল, তেল, পিয়াজ, রসুন, আদা, জিরা, ইত্যাদি…..
এরকম প্রত্যেকটা জিনিসের দাম দ্বিগুণ বেড়ে যাচ্ছে যার কারণে অনেক অসহায় মানুষ বাজারে গিয়ে হিমশিম খেয়ে যায়, সামনে রমজান মাস উপলক্ষে রমজানের বাজার কিনে আনতে খুবই কষ্টকর দিনমজুরের পক্ষে।
কিছু অসাধু ব্যবসায়ীরা এইসব জিনিসের দাম বৃদ্ধি করেছে প্রত্যেকটি ছোটখাটো বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ব্যবসায়ীদের কে জিজ্ঞেস করলে তারা বলেন আমরা কি করব!! আমরা তো অনেক কষ্টে এই মাল গুলো কিনে এনেছি দ্বিগুণ দাম দিয়ে এখন আমরা কি বলব? লোকসান দিয়ে তো বিক্রি করতে পারবো না।
বাংলাদেশের প্রত্যেক উপজেলার বাজারের দোকানে এইসব জিনিসের দাম বৃদ্ধি জাতে না হয়! সে ব্যাপারে দেশের প্রতিটি স্থানীয় উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি ।