রিপোর্ট: এস. এম. অলিউল্লাহ খান, নবীনগর প্রতিনিধি, আওয়ার কণ্ঠ | ৩০ মার্চ ২০১৯ | ৬:০৬ পূর্বাহ্ণ
আসন্ন ৩১ শে মার্চ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনির কে বিজয় করার লক্ষ্যে উপজেলার নাটঘর ইউনিয়ন কড়িঘর বাজারে গতকাল শুক্রবার সন্ধায় এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
নাটঘর ইউনিয়নয়ের চেয়ারম্যান অাবুল কাশেমের সভাপতিত্বে ও ডাঃ ওমর ফারুককের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া(৫) নবীনগর আসনের সাবেক এম পি এডভোকেট শাহ জিকরুল অাহমেদ খোকন। বিশেষ অতিথি চেয়ারম্যান পদ প্রার্থী মনিরুজ্জামান মনির,বাংলাদেশ অাওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক অারিফুল ইসলাম টিপু,উপজেলা অাওয়ামীলীগের প্রকাশনা সম্পাদক প্রণয় কুমার ভদ্র পিন্টু,বিশিষ্ট শিল্প পতি রিপন মন্সি,
এসময় আরো বক্তব্য রাখেন অামিনুল ইসলাম দুলাল,একরামুল হক,নাজির হোসেস,শামিম সর্দার,জহিরুল হক সর্দার,অাবুল কালাম অাজাদ,শাহ অালম,হাসান মেম্বার,জয়নাল অাবেদিন,রাসেল রানা,মহিউদ্দিন রিমন,মাহবুবুর রহমান মাহি প্রমুখ।