কে. এম. সুহেল আহমদ, কাতার থেকেঃ | ১৭ আগস্ট ২০১৮ | ৬:৩০ অপরাহ্ণ
স্বতঃস্ফুর্ত উচ্ছ্বাসে সমাপণী পরী্ক্ষার মধ্য দিয়েই শেষ হল ‘ মজলিসে ইত্তেহাদুল মুনলিমীন দোহা- কাতার’ এর ব্যবস্থাপনায় দশ দিন ব্যাপী দাওরা প্রশিক্ষণ পর্ব।
মারকায আব্দুল্লাহ বিন যায়েদ আল-মাহমুদ ইসলামিক কালচারাল সেন্টার (ফানার) এর উদ্যোগে আয়োজিত রাজধানী দোহার গানেম মসজিদে ছোট ও বড়দের নিয়ে দু’টি গ্রুপে সর্বমোট ৪০ জন শিক্ষার্থীদের নিয়ে বিগত
৫ আগষ্ট( রবিবার) থেকে শুরু হয়ে ১৬ আগষ্ট(বৃস্পতিবার) পর্যন্ত সমাপণী পরীক্ষার মধ্য দিয়ে প্রশিক্ষণ পর্ব শেষ হয়।
দু’টি গ্রুপের দাওরা প্রশিক্ষণে খ গ্রুপের প্রশিক্ষক ছিলেন, ‘মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন কাতার’ এর সভাপতি কাতার ধর্ম মন্ত্রনালয়ের গ্রান্ড মুফতী হাফেজ মাওলানা মুফতী ফরিদ আহমদ ফরিদী ও হাফেজ মাওলানা ইউসুফ জামালপুরী।
ক গ্রুপের প্রশিক্ষক ছিলেন, কাতার ধর্ম মন্ত্রনালয়ের ইমাম ও খতিব হাফেজ মাও. হারুন উর রশিদ ও বিশিষ্ট ইসলামী অর্থনীতিবীদ হাফেজ মাও. আব্দুল আউয়াল।
এছাড়া সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইত্তেহাদুল মুসলিমীনের সেক্রেটারী হাফেজ মাও. মুশাহিদুর রহমান।
ঝমঁকালো আয়োজনের মধ্য দিয়ে পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থানে উত্তীর্ণদের সাথে সকল অংশ গ্রহণকারীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান ঈদের পর ফানার মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানের সময় ও তারিখ পরবর্তিতে জানানো হবে বলে জানা যায়।
দাওরার সফলতায় যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে মোবারকবাদ এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন দাওরা প্রশিক্ষণ কর্তৃপক্ষ।