আবুল কালাম ফয়সাল,বিশেষ প্রতিনিধিঃ | ২০ ডিসেম্বর ২০২২ | ১১:৪৮ অপরাহ্ণ
নোয়াখালীতে সৌদি আরব প্রবাসী ইউছুফ ফারুক এর বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।জানা যায়,প্রবাসী ইউছুফ ফারুকের বাড়ি নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের গোপাই গ্রাম,গাবতলী মৌড়ের পাশে।জীবিকার তাগিদে দীর্ঘদিন যাবত প্রবাসে থাকেন সে।বাড়িতে ডাকাতির ঘটনায় মানসিক ভাবে ভেঙে পড়েছেন ঐ প্রবাসী।
শনিবার দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালে এ ঘটনা ঘটে বলে জানান সৌদি আরব প্রবাসী ইউছুফ ফারুক ও তার ভায়রা গোলাম মর্তুজার স্বজনরা। খবর পেয়ে রোববার সকালে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সৌদি আরব প্রবাসী ইউছুফ ফারুক ও তার ভায়রা গোলাম মর্তুজার স্বজনরা জানান, শনিবার বিকালে তারা পারিবারিক কাজে বাসার দরজায় ও গেটে তালা লাগিয়ে গ্রামের বাড়িতে যায়। এই সুযোগে রাতের যে কোন সময় অজ্ঞাত দূর্বৃত্তরা বাড়ির বাউন্ডারী ওয়ালের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে দুটি ঘরের দরজার তালা ভেঙ্গে ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা, ৭ ভরি স্বর্নালংকারসহ মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে যায়। খবর পেয়ে রোববার সকালে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনায় প্রবাসীদের স্বজন আবদুল সাত্তার বাদি হয়ে অজ্ঞাত দূর্বৃত্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। কিন্তু ঘটনার দুই দিন পার হলেও পুলিশ এখনো কোন দূর্বৃত্তকে সনাক্ত বা লুন্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি।
এদিকে ঘটনার পর থেকেই নিরাপত্তহীনতায় ভূগছে প্রবাসীর পরিবারের সদস্যরাসহ এলাকাবাসী। এর আগেও ওই এলাকায় অনেক চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এলাকাবাসী ও প্রবাসীর পরিবারের সদস্যরা ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষিদের চিহিৃত করার মাধ্যমে বিচারের দাবী জানিয়েছেন।
নোয়াখালী পৌর সভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জানান, ঘটনা জানার পর আমি নিজে ঘটনাস্থলে গিয়ে প্রবাসীর পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। দূর্বৃত্তদের সনাক্ত করে আইনের আওয়াত আনতে প্রশাসনকে বলেছেন বলেও তিনি জানান।
এ ব্যাপারে নোয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।এ নিয়ে আমাদের যথেষ্ট তৎপরতা চলছে।জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |