• শিরোনাম


    সৌদি জোট কর্তৃক ইয়েমেনের উপর কথিত যুদ্ধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে কাতার।

    | ০২ নভেম্বর ২০১৮ | ১১:১০ অপরাহ্ণ

    সৌদি জোট কর্তৃক ইয়েমেনের উপর কথিত যুদ্ধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে  কাতার।

    অনেক দিন ধরে সৌদি জোট কর্তৃক ইয়েমেনে যে কথিত যুদ্ধ চলছে, তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশের একটি কাতার।

    দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে বলে খবর দিয়েছে আইআরআই নিউজ পোর্টাল।



    বিবৃতিতে কাতার বলছে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলা দেশটির জনগণের জন্য দুঃখ-কষ্ট ছাড়া আর কোনো ফল বয়ে আনতে পারেনি। অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করতে হবে। তাদের অবস্থা দেখলে আজ যে কোনো মানুষ দুঃখ করবে।

    জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ভিত্তিতে ইয়েমেনে যুদ্ধ বন্ধ ও জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার তাগিদ দিয়ে কাতার বলছে, জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়নে কাতার সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। যদি সৌদি জোট এ এলাকার শান্তি রক্ষার্থে সম্মত হয় যে কোনো সহযোগিতা করবে কাতার।

    কাতার ইয়েমেনের ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি কাতার সম্মান জানায়, ও ইসলামি রাষ্ট্র হিসেবে তাদের অবস্থা দেখাও কাতারের দায়িত্ব বলে উল্লেখ করেন তারা। সূত্র: অাই আর আই

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম