• শিরোনাম


    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী যুবকের মৃত্যু

    রিপোর্ট অমিত হাসান অপু, স্টাফ রিপোর্টার: | ১৩ মার্চ ২০২০ | ৫:৩৩ অপরাহ্ণ

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী যুবকের মৃত্যু

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাংলাদেশী এক ব্যবসায়ীকের । বৃহস্পতিবার (১১ মার্চ) নাজরান শহরে লরি চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান মো. শামসুদ্দিন (৩৫) নামে বাংলাদেশি। সেখানে তিনি ব্যবসা করতেন। নিহতের বাড়ি চাঁদপুরে শাহরাস্তি উপজেলার নরিংপুর গ্রামে। তার বাবার নাম মো. সিরাজুল ইসলাম।

    দুর্ঘটনায় নিহত মো. শামসুদ্দিনে মামা সফিকুর আলম জানান, তার ভাগ্নে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মালামাল নামাচ্ছিলেন। এ সময় সড়ক থেকে ছুটে আসা দ্রুতগামী একটি লরি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মো. শামসুদ্দিন।



    সফিকুল আলম আরো জানান, তার ভাগ্নের মরদেহ দেশে নিয়ে আসার জন্য প্রস্তুতি নিয়েছেন স্বজনরা। সেখানে তার ছোট এক ভাই তদারকি করছেন।

    এদিকে, আকস্মিক সড়ক দুর্ঘটনায় মো. শামসুদ্দিনের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম