• শিরোনাম


    সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীদের প্রীতি ফুটবল ম্যাচে কসবা উপজেলার বল্লভপুর একাদশের জয়

    রিপোর্ট: কাজী মো: কামরুল ইসলাম, সৌদি আরব থেকে। | ২১ জুন ২০২১ | ১১:৪৬ পূর্বাহ্ণ

    সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীদের প্রীতি ফুটবল ম্যাচে কসবা উপজেলার বল্লভপুর একাদশের জয়

    সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীদের অবসর বিনোদনের অংশ হিসাবে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
    গতকাল ২০ জুন রাত ৯ ঘটিকায় সৌদি আরবের রিয়াদস্থ আল আজিজিয়া মিনি ফুটবল স্টেডিয়ামে এ আকর্ষণীয় প্রীতি ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়।

    উক্ত খেলায় অংশগ্রহণ করেন রিয়াদস্থ বল্লভপুর সূর্যমুখী প্রবাসী একাদশ বনাম- রিয়াদস্থ বাংলাদেশের সকল জেলা প্রবাসী একাদশ।
    খেলায় রিয়াদস্থ বাংলাদেশ সকল জেলা প্রবাসী ফুটবল একাদশ কে ৬-৮ গোলে হারিয়ে জয় লাভ করে রিয়াদস্থ বল্লভপুর সূর্যমুখী প্রবাসী ফুটবল একাদশ।



    এতে রিয়াদস্থ সকল প্রবাসী শ্রমিকদের উপস্থিতিতে খোলোয়াড় ও দর্শকদের মাঝে এক আনন্দঘণ পরিবেশের সৃষ্টি হয়।

    বল্লভপুর সূর্যমুখী প্রবাসী একাদশের টিম পরিচালক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব আল আমিন ভূঁইয়া এবং টিম ম্যানেজারের দায়িত্বে ছিলেন এম এম বি মুরসালিন। বল্লভপুর প্রবাসী একাদশের অধিনায়ক ছিলেন মুন্সী আবু বকর সিদ্দিক।
    খেলা শেষে সকল বিজয়ীদের হাতে আকর্ষনীয় পুরস্কার তুলে দেওয়া হয়।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম