সৌদি আরব প্রতিনিধিঃ আওয়ার কণ্ঠ ২৪. কম | ২৩ আগস্ট ২০১৮ | ৫:২৬ পূর্বাহ্ণ
গতকাল বুধবার (২২/৮/১৮) সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুয়া নামক স্থানে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের পাশাপাশি গ্রাম মেরকুটা এবং মহল্লার প্রবাসীদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগির লক্ষে এক ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়,
মেরকুটার হয়ে জসিম, আলাল, সুমন, রাজিব, ফাহিম, তাপন ও ইলিয়াস সহ আরো কয়েক জন অংশ নেন,
মেরকুটার প্রতিপক্ষ হিসেবে মহল্লার দলে অংশ নেন সফিক, রহমত, মোজাম্মেল, কাদের, হাবিবুল্লাহ, মামুন নামে দুই জন সহ আরো অনেকে,
ঈদ পরবর্তী এই ম্যাচে মেরকুটা ১ গোল এবং মহল্লা মেরকুটাকে ২ গোল দেয়, গোলের সংখ্যায় মহল্লা ১ গোল বেশি দিয়ে মেরকুটা থেকে জয় ছিনিয়ে আনেন।