নিজস্ব প্রতিবেদক | ০৫ জুলাই ২০১৮ | ১:০৩ পূর্বাহ্ণ
আজ বুধবার সকাল ৭টার দিকে একটি মিনিবাসে করে ডিউটিতে যাচ্ছিলেন। এ সময় বাসটির চাকা বিস্ফোরিত হয়ে পাশে ছিটকে পড়লে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে, এতে হতাহতের ঘটনা ঘটে। বাসটিতে ১৮ জন কর্মী ছিল বলে জানা গেছে, এর মধ্যে ১১ জন মারা গেছেন, ৬ জন আই সি ইউ তে, ১ জন সুস্থ আছেন। সবার পরিচয় পাওয়া যায়নি । তবে যাদের পাওয়া গেছে তারা হলেন, লোহাগাড়া উপজেলার আউডিয়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের ইসরাফিল শেখ, লোহাগাড়া উপজেলার লাহুরিয়া গ্রামের সৈয়দ হোসেন, মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পলাশ বাড়িয়া ইউনিয়নের দেওলি গ্রামের মোহাম্মদ শাহ আলম।
স্বপ্নের নায়ক গুলো চলে গেলেন কতোনা স্বপ্ন অপূর্ণ রেখে! আল্লাহ আপনি তাদের জান্নাতি মেহমান হিসেবে কবুল করুন।