| ১৯ ফেব্রুয়ারি ২০১৯ | ৫:৫৩ পূর্বাহ্ণ
সৌদি আরবের তাবুক শহরে গাড়ির ধাক্কায় মামুন চৌধুরী (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার বাংলাদেশ সময় দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন চৌধুরী কুমিল্লার বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের শাহ আলম চৌধুরীর ছেলে।
নিহত মামুনের চাচাতো ভাই মো. মফিজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের বড় ছেলে ছিল মামুন। তার বাবা মারা যাওয়ার পর সেই পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল। পাঁচ বছর ধরে সৌদি আরবের তাবুক শহরে থাকতেন মামুন। ১০ মাস পূর্বে বাড়িতে এসেছিল মামুন। তার মৃত্যুর খবর শুনে পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |