ফেনী জেলা প্রতিনিধি | ৩০ অক্টোবর ২০২০ | ১০:০০ পূর্বাহ্ণ
২৯ অক্টোবর বৃহস্পতিবার সোনাগাজীর পৌর শহরে গ্লোবাল হেলথ ক্লিনিক নামক একটি ক্লিনিকে ধার্যকৃত মূল্যের চেয়ে অধিক সেবামূল্য রাখার জন্য, ননটেকনিক্যাল পার্সন দ্বারা ক্লিনিক্যাল রিপোর্ট চেক করানো ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ২৫০০০/- অর্থদণ্ড করা হয়। একই সাথে ভবিষ্যতে ধার্যকৃত সেবামূল্য অনুসারে মূল্য আদায় ও যথাযথভাবে রিপোর্ট প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
সোনাগাজী ক্লিনিককে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও ব্যবহার করা সিরিঞ্জ নতুন সিরিঞ্জের সাথে রাখার দায়ে ৫০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সাথে ভবিষৎতে এ ধরনের অপরাধ না করার ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়।
বিজয় কমিউনিটি চক্ষু হাসপাতালে চশমার পাওয়ার কারেকশান করেন বলে দাবী করলেও তার কাছে রোগী দেখার রিসিপ্ট পাওয়ায় ৩০০০/- জরিমানা করা হয় এবং সীল জব্দ করা হয়। একই সাথে চশমার পাওয়ার কারেকশনে রোগী দেখার রিসিপ্ট ব্যবহার বন্ধের আদেশ দেয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা শিরিন। এ সময় উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের মেডিকেল অফিসার ডা. মো. সালেহ উদ্দিন শিবলু। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন সোনাগাজী মডেল থানা পুলিশের একটি টীম।