মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা প্রতিনিধি, নোয়াখালী। | ১৭ মার্চ ২০২০ | ৪:০৭ অপরাহ্ণ
যত দিন রবে পদ্মা, মেঘনা,যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।
আজ মঙ্গলবার ১৭/৩/২০২০.
সুবর্ণচর উপজেলার ২ নং চরবাটা ইউনিয়নে সৈকত সরকারি কলেজের হল রুমের মিলনায়তনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয়।
মঙ্গলবার সুর্যদয়ের সাথে সাথে তোপধ্বনি পাঠ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় সকাল ১০.০০টার সময়, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ( ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়)।
অনুষ্ঠানের দ্বারাবাহিকতায় ১০.৩০ মিনিটের সময় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কেক কাটা হয় এবং দোয়া করা হয় ,জাতির জনকের জীবনী সহ্ বিভিন্ন কর্মসূচি পালনে মুখরিত আজকে সৈকত সরকারী কলেজের মিলনায়তন কক্ষে।কেক কেটে একে অপরের মুখে তুলে দেন,এবং মিষ্টি বিতরন করেন সবার মাঝে।সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম রাজিব বলেন যে,জাতির পিতা বঙ্গবন্দুর জম্নশত বার্ষিকী উপলক্ষে নোয়াখালী ৪ সুবর্ণচর -সদর আসনের মাননীয় এম,পি একরামুল করিম চৌধুরী ১০০ শত মণ মিষ্টি ও আতশবাজি ব্যাবস্হা করেছেন আমাদের জন্য।আপনারা সবাই উপস্হিত থাকবেন আজ সব প্রোগ্রামে আমাদের সাথে,আনন্দ ভাগ করে নিবো সবাই কে নিয়ে এই দিনে আমরা।
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উক্ত সময় উপস্হিত ছিলেন,অধ্যক্ষ ,মোনায়েম খাঁন সৈকত সরকারি কলেজ,প্রভাষক মিজানুর রহমান,ইসমাইল হোসেন রনি,প্রভাষক, রনজিৎ কুরি,প্রভাষক,জসিম উদ্দিন,উপাধক্ষ্য,দিদারুল ইসলাম,প্রভাষক সহ সৈকত সরকারি কলেজের সম্মানিত শিক্ষকগন।আরো উপস্হিত ছিলেন এডভোকেট ওমর ফারুক সভাপতি, সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগ। আমির খসরু,সভাপতি, সুবর্ণচর উপজেলা ছাএলীগ। শিবলু সাধারণ সম্পাদক চরবাটা খাসের হাট বাজার পরিচালনা কমিটি। আমিরুল ইসলাম রাজিব,সাবেক চেয়ারম্যান ২ নং চরবাটা ইউনিয়ন পরিষদ, আবুল কালাম আজাদ,বর্তমান চেয়ারম্যান, ৮ নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ,রাসেল আহমেদ হেলাল,আহবায়ক ২ নং চরবাটা ইউনিয়ন ছাএলীগ,সাজ্জাত হোসেন,সহ প্রমুখ। এইছাড়া উপস্হিত ছিলেন সৈকত সরকারি কলেজের ছাএ/ছাএী,সামাজিক,রাজনৈতিক নেতাকর্মী বৃন্দ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |