মুফতি মুহাম্মদ এনামুল হাসান, প্রতিনিধি | ১৪ এপ্রিল ২০২০ | ৫:৩৮ পূর্বাহ্ণ
চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন দারুল উলুম মুঈনুল ইসলাম হটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা শাহ আমদ শফী’র শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে আছে বলে জানিয়েছেন হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
তিনি আজ (১৩ এপ্রিল) বিকেলে আমীরের সুস্থ্যতার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হেফাজত আমীরের যে মৃত্যু গুজব ছড়িয়েছে, তা সঠিক নয়। তিনি আগের চেয়ে কিছুটা সুস্থ হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে।