| ০৭ নভেম্বর ২০১৮ | ৫:০৩ পূর্বাহ্ণ
সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের দাবিতে মঙ্গলবার বেলা ২ টা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংলাপ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ। দলের আমীর হাফেজ মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুরের নেতৃত্বে সংলাপে অংশ নেন মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াযী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী ও প্রচার সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন।
সংলাপে খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, সংবিধানের আওতায় যে কোন গ্রহণযোগ্য ফর্মূলার মাধ্যমে নির্বাচনকে বিশ্ব দরবার ও দেশের জনগনের কাছে গ্রহনযোগ্য করতে হবে। যা সামাজিক, রাজনৈতিক ও মনস্তাত্তি¡ক শান্তি-স্থিতি ও স্বস্তির বড় মাধ্যম। সংঘাত বা দমনের নামে সীমা লংঘন রোধের এটি অন্যতম উপায়। উন্নয়ন, বিনিয়োগ ও জনজীবনের সবকিছু স্বাভাবিক গতি লাভে এ পরিবেশ তৈরীর বিকল্প নেই। দেশের স্বার্থে নির্বাচনকে একটি রাজনৈতিক চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। নির্বাচন বিতর্কমুক্ত, সুষ্ঠু ও অর্থবহ করার জন্য সকল পদক্ষেপ গ্রহন করার দাবি জানান খেলাফত আন্দোলন নেতৃবৃন্দ। নির্বাচনের সুষ্ঠু ও গ্রহনযোগ্য পরিবেশ সৃষ্টি হলেখেলাফত আন্দোলন ৩০০ আসনেই প্রার্থী দিবে বলে জানান।
নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাস ও মাদক এর পাশাপাশি দূর্নীতি স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন ভবন সম্মুখস্থ সড়কটি “হাফেজ্জী হুজুর সড়ক” নামটি পূনর্বহালের দাবি জানানো হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |