| ১৪ জুলাই ২০১৮ | ৩:৫১ পূর্বাহ্ণ
দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, সুশিক্ষিত ও আর্দশ জাতী গঠনে ইসলামী শিক্ষার বিকল্প নেই৷ ইসলামী শিক্ষার দ্বারা
আদর্শ জাতী গঠন ও শান্তিময় সমাজ বিনির্মাণ হয়৷
আজ ১৩ জুলাই শুক্রবার দুপুর একটায় হাটহাজারী থানাধীন আল-মাদরাসাতুল আরাবিয়া দারুস সুন্নাহ বালুখালী মাদরাসার কিতাব বিভাগের শুভ উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন৷
আল্লামা বাবুনগরী আরো বলেন,মানব রচিত শিক্ষানীতির দ্বারা সু-শিক্ষিত জাতী ও আদর্শ সমাজ বিনির্মাণ করা সম্ভব নয়৷বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও আদর্শ সমাজ বিনির্মানে কুরআন সুন্নাহ অনুযায়ী শিক্ষানীতি চালু করতে হবে৷
তিনি আরো বলেন,মানব রচিত কোন তন্ত্র-মন্ত্র আর থিউরী’র দ্বারা বিশ্বের বুকে শান্তি প্রতিষ্ঠা হবে না। ব্যক্তি,সমাজ, পরিবার থেকে শুরু করে সর্বক্ষেত্রে কুরআন সুন্নাহর শিক্ষা চালু করলে গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হবে।
মুফতী আবছারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালক মাওলানা হাফিজুর রহমান৷
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে মাওলানা আব্দুল করীম, মুফতী আবু বকর, মাওলানা আবু হানিফ,মাওলানা মুহাম্মাদ আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষাবীদ ও গুণিজন উপস্থিত ছিলেন৷
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |