নেয়ামত উল্যাহ তারিফ:বিশেষ প্রতিনিধি | ০১ জানুয়ারি ২০২৩ | ১২:১৩ পূর্বাহ্ণ
পেশাগত কাজে কিংবা চিকিৎসা, বিদেশ গমন, পড়ালেখাসহ নানাবিধ কাজে দেশের অনেক উপজেলার মানুষের মতো নোয়াখালীর সুবর্ণচরের সহস্র মানুষ প্রকৃতীর রূপসী কন্যা, বাংলার বিভাগীয় শহর চট্টগ্রামে স্থায়ী এবং অস্থায়ী ভাবে বসবাস করেন। মানব জীবনের খুব স্বাভাবিক নিয়ম অনুযায়ী চট্টগ্রামস্থ সুবর্ণচরবাসীর সুখ দুঃখে দিন কাটে নিশিরাত কাটে। এ সকল মানুষের দুঃখের সময় আবার একটি ঠিকাণা আছে। সেই প্রিয় ঠিকাণাটির নাম “সুবর্ণচর উপজেলা সমিতি, চট্টগ্রাম”। উক্ত সামাজিক সংগঠনটি ইতিমধ্যে মানবীক কাজের যথেষ্ট উদাহরণ রাখতে সক্ষম হয়েছে।
মানবীকতায় অনন্য “সুবর্ণচর উপজেলা সমিতি, চট্টগ্রাম” এর নতুন কমিটি স্বচ্ছতার সাথে উৎসব মুখর পরিবেশে ৩০ ডিসেম্বর বিকেল ৫:০০ টার সময় ইউনাইটডে স্কুল এন্ড কলজে গঠিত হয়েছে। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন সুবর্ণচরের অহংকার ড. মোহাম্মদ কামাল উদ্দিন, ড. মোঃ আকবর হোসাইন, মোঃ কায়সার মালিক ও নুরুল আনোয়ার বকুল।
“সুবর্ণচর উপজেলা সমিতি, চট্টগ্রাম” এর নব গঠিত কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক হিসাবে যথাক্রমে নির্বাচিত হলেন আবু জাফর মোঃ ওমর ফারুক, ওহিদের রহমান নয়ন ও কেফায়েত উল্যাহ জাবেদ।
এক প্রশ্নের উত্তরে মুঠোফোনে সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্যাহ জাবেদ বলেন, আমার কেবল ধারনা নয় বরং দৃঢ় বিশ্বাস সকলে ইতিমধ্যে জানতে পেরেছেন আমাদের “সুবর্ণচর উপজেলা সমিতি, চট্টগ্রাম” একটি অরাজনৈতিক ও সামাজিক সংগটন।
তিনি আরো বলেন, আমরা অতীতেও উক্ত সংগঠনের মাধ্যমে চট্টগ্রামে সমস্যাগ্রস্থ সুবর্ণচরবাসীর পাশে ছিলাম এবং আগামীতেও মানবীক কাজে শতভাগ আন্তরিকতার সাথে আমাদের সংগঠনের কাজকে বেগবান রাখবো।
এছাড়াও কেফায়েত উল্যাহ জাবেদ বলেন, আমাদের “সুবর্ণচর উপজেলা সমিতি, চট্টগ্রাম” এ সুবর্ণচরের সকল ইউনিয়নের মানুষের সম অধিকার, সম মর্যাদা বিদ্যমান ছিলো, আছে এবং থাকবে।