মোহাম্মমদ দেলোয়ার হোসেন, নোয়াখালী প্রতিনিধি ঃ- | ০২ জানুয়ারি ২০২১ | ৯:৪২ অপরাহ্ণ
নোয়াখালী জেলার সুবর্ণচরে গতকাল শুক্রবার ১ জানুয়ারি সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুবর্ণচর উপজেলা শাখার উদ্যোগে গৌরব ঐতিহ্য ও সংগ্রাম এর ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা ছাএদল।
এ উপলক্ষে ঘড়ির কাঁটা যখন ১২ঃ০০(১.১.২০২১)সুবর্ণচরের চরবাটা খাসের হাট,ছাত্রদলের দলীয় কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপ্রতিত্ব করেন
সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাহাব উদ্দিন (অনিক)।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,নতুন কমিটির আহবায়ক আলী আহসান মোঃ তারেক,সদস্য সচিব,মামুন হাসান রোহান,
যুগ্ম আহ্বায়ক আরেজ খান।আরো উপস্থিত ছিলেন,সাবেক সহ সাংগঠনিক সম্পাদক,মুশফিকুর রহমান (রানা),যুগ্ম আহ্বায়ক, জামাল উদ্দিন। যুগ্ম আহ্বায়ক, আবু তাহের,যুগ্ম আহ্বায়ক, আল আরাফাত মামুন।সৈকত বিশ্ববিদ্যালয় কলেজ শাখা, ছাত্রদলের আহবায়ক, নুরুল আলম শামীম।এছাড়াও আরো উপস্থিত ছিলেন,সদস্য সচিব,তানভীর আহমেদ পলকসহ,
যুগ্ম আহ্বায়ক বৃন্দ। চরজব্বার ডিগ্রি কলেজ ছাত্রদলের
আহবায়ক, আবদুল্লাহ আল আরিফ।
রাব্বানীয়া মাদ্রাসা ছাত্রদলের সদস্য সচিব,নুর উদ্দিন (জাহেদ)।
সর্বপুরি উপস্থিত ছিলেন উক্ত উপজেলার সকল ইউনিয়নের ছাত্রনেতাবৃন্দ।