নেয়ামত উল্যাহ তারিফ:বিশেষ প্রতিনিধি | ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ৪:৩৯ অপরাহ্ণ
হাজ্বীদের সেবা প্রদান, কথা কাজে মিল সর্বোপরি সততার চর্চার মাধ্যমে “আল নাফি ট্রাভেলস” সুনাম অর্জনে সক্ষম হয়েছে ৫৬ হাজার বর্গ মাইলের সবুজ-শ্যামল বাংলায়। বিপুল উৎসাহ উদ্দীপনা ও জমজমাট আয়োজনের মধ্য দিয়ে আল নাফি ট্রাভেলস এবং আল নাবা ওভারসিসের উদ্যোগে নতুন ও পুরাতন প্রায় নয়শত হাজীদের নিয়ে নোয়াখালী সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী খাসের হাট হাজী ভবনের ৩য় তলায় হাজ্বীদের পূর্ণমিলনী ও শাখা অফিস উদ্বোধন করা হয়। শনিবার (১১ফেব্রুয়ারী) বেলা ১১ ঘটিকায় ফিতা কেটে বর্ণাঢ্য অনুষ্ঠানটি উদ্বোধন করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগ এর সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম। সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ হানিফের সভাপতিত্বে, মাওলানা মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় আল নাবা ওভারসির এর পরিচালক তাজউদ্দীন বাবরের সার্বিক তত্ত্বাবধানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠান দ্বয়ের কর্ণধার আলহাজ্ব নাজিম উদ্দিন। এসময় তিনি বলেন, ২০১০ সাল থেকে আল নাফি ট্রাভেলসের মাধ্যমে সারাদেশ থেকে আমি হাজার হাজার লোককে পবিত্র হজ্জব্রত পালন করিয়েছি, তন্মধ্যে শুধু সুবর্ণচর উপজেলা থেকে প্রায় সাতশত হাজীগন কোন প্রকার হয়রানি ও ভোগান্তি ছাড়া আমার সাথে হজ্জব্রত পালন করেছেন, এপর্যন্ত কোন হাজ্বী আমার বদনাম করতে পারেনি, এরমধ্যে প্রায় একশো হাজ্বী মারা গিয়েছেন, তাদের রুহের মাগফেরাত কামনা করছি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি, সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া, সৈকত সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান ফিরোজ, এছাড়াও উপস্থীত ছিলেন ৬নং চরআমান উল্যাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব ডাক্তার আব্দুর রব, লক্ষ্মীপুর হযরত আয়েশা ছিদ্দিকা (রাঃ) কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন কামাল, জেলা পরিষদ সদস্য আতিক উল্যাহ সুজন, ২নং চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব, ৩নং চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবুল বাসার, ৫নং চরজুবিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু প্রমুখ। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চরবাটা খাসের হাট জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আহছান উল্যাহ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |