নেয়ামত উল্যাহ তারিফ: | ১৩ মে ২০২২ | ৯:০৪ অপরাহ্ণ
ফরাসি দার্শনিক ভিক্টোর হুগো বলেন, “সমাজ ও সংসারের কাছ থেকে মানুষ অনেক কিছু আশা করে। সমাজব্যবস্থা তেমন হওয়া উচিৎ যাতে মানুষ তার আশা থেকে বঞ্চিত না হয়।” ভিক্টোর হুগোর প্রত্যাশিত সমাজব্যবস্থা গঠনে অর্থ্যাৎ সমাজ সেবার লক্ষ্যে নোয়াখালীর সুবর্ণচরে দেশপ্রেম বুকে লালন করে একদল সচেতন তরুণ গড়ে তুলেছে “মোহাম্মদপুর যুব সংগঠন”। জনহীতকর কাজ, সততা ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির মাধ্যমে ইতিমধ্যে উক্ত সংগঠনটি সুবর্ণচরবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছে।
তাদের চলমান কর্মসূচি ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে এই প্রতিবেদকের কথা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সালা উদ্দিন শরীফ এর সঙ্গে। তিনি বলেন, বেকারত্ব নিরসনের লক্ষ্যে যুবকদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা, মাদকের কু-ফল সম্পর্কে মানুষকে সচেতন করা, ইভটিজিং রোধে কার্যকরী ভূমিকা পালন সহ একাধিক কর্মসূচি নিয়ে আমরা শতভাগ আন্তরিকতার সাথে কাজ করছি। তিনি আরো বলেন, আধুনিকাতর এই যুগে বায়ু মন্ডলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাচ্ছে। যা আমাদের পরিবেশের জন্য হুমকি স্বরূপ। আমরা পরিবেশ সুরক্ষায় ইতিমধ্যে সুবর্ণচর উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ করেছি এবং এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে ইনশাআল্লাহ।
সালা উদ্দিন শরীফ এক প্রশ্নের উত্তরে বলেন, সমাজবদ্ধ মানুষ হিসাবে আমাদের রয়েছে নানাবিধ সামাজিক দায়বদ্ধতা। আমরা তা উপেক্ষা করতে কিংবা দায়িত্ব পালনে উদাসিন থাকতে পারিনা। আলোকিত সমাজ গঠনের জন্য আমাদের “মোহাম্মদপুর যুব সংগঠন” তার কর্মসূচি পালনে সব সময় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। এছাড়াও তিনি বলেন, আমরা জানি সমাজ পরিবর্তনশীল। তাই আমরা অত্র অঞ্চলের জ্ঞানী ও গুণী ব্যক্তিদের সাথে পরামর্শ করে সুন্দর সমাজ বিনির্মাণের লক্ষ্যে সময়ে সময়ে অনেক কর্মসূচি সংযুক্ত করবো। সালা উদ্দিন শরীফ আরো বলেন, আমাদের কামনা- প্রত্যেকের বুকের কোণে বোনা স্বপ্নগুলো প্রজাপতির পাখনার মতো সৌন্দর্যে মুগ্ধ করুক পরিবারকে এবং সমাজকে। সুখী ও সমৃদ্ধ সুবর্ণচর গড়া আমাদের মূল লক্ষ্য। আমরা কখনো লক্ষ্যচ্যূত হবোনা। আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠনের প্রত্যেক সদস্য সংগঠনের লক্ষ্যকে বুকের ভিতর পোষণ করে খুব যতনে।